কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

উখিয়ায় কম্বল বিতরণ

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::

কক্সবাজারের উখিয়ায় শীতার্ত মানুষের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর নির্দেশে কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও টিকাদার মুফিজ মিয়া৷

শনিবার (১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলা বিভিন্ন এতিমখানা, হাফেজখানা ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় প্রায় ১ হাজার জন অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই আমার উদ্যোগে গরম কাপড় বিতরণ করা হয়।

পাঠকের মতামত: