কক্সবাজার, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ায় অধ্যক্ষ ডা. আবদুল করিম হোমিও ক্লিনিকে দিনব্যাপী ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ার কোটবাজারে অধ্যক্ষ ডা. আবদুল করিম হোমিও ক্লিনিকে দিনব্যাপী ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়েছে৷

শুক্রবার (১৩ জানুয়ারি) কোটবাজার তোফায়েল ফাতেম শপিং কমপ্লেক্সে দিনব্যাপী হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দেওয়া হয়৷

উক্তি ফী হোমিওপ্যাথি চিকিৎসায় অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট ছমি উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত সাবেক বোর্ড সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ডা. সালেহ আহমেদ সুলেমান, ডা. এস.এম রবিউল হোসেন৷

এতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা রহমত উল্লাহ৷

ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় সারাদিন প্রায় দুই শতাধিক রোগীকে বিভিন্ন রোগের সেবা দেন ডা. জাকির সিটির কর্পোরেশন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ  ডা. মো.নুরুল আমিন, হোমিওপ্যাথিক স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং হোমিওপ্যাথিক রাইটার্স এসোসিয়েশনের মহাসচিব ডা. আহমেদ হোসেন ফারুক বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাস এমবি এ মার্কেটিং ডি.এইচ.এম.এস (ঢাকা), বাংলাদেশ হোমিওপ্যাথ পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. মৃদুল কান্তি দে ডি.এইচ.এম.এস (ঢাকা), আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক এবং হাসপাতাল বাংলাদেশ প্রাকৃতিক পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এনাম ডি.এইচ.এম.এস (ঢাকা), হোমিওপ্যাথিক স্বার্থ সংরক্ষণ কমিটির কক্সবাজার জেলার সভাপতি ডা. আব্দুস সালাম ডি.এইচ.এম.এস (ঢাকা)৷

উখিয়ার কোটবাজারে অধ্যক্ষ ডা. আব্দুল করিম হোমিও ক্লিনিক এর স্বাধিকার চীফ মেডিকেল অফিসার ডা. এম.এ ফজল জানান, দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবার পাশাপাশি আমরা ফ্রী ঔষধও দিয়েছি৷ প্রতিদিন সকাল থেকে রাত ১০ পর্যন্ত রোগীদের সেবা দেওয়া হবে৷ নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে ফ্রী চিকিৎসা সেবাও৷

পাঠকের মতামত: