কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক::

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে উপজেলা প্রশাসন উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করেন।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবীর নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদার নেতৃত্বে আওয়ামী, মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ , সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দের নেতৃত্বে উখিয়া প্রেস ক্লাব পৃথক ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

সকাল ৮টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াচ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা, চিত্রাঙ্কন, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিবের সভাপতি অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ছালেহ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজন বড়ুয়ার রঞ্জন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা বাদশা৷মিয়া চৌধুরী প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক রতন দে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুল, শীত বস্ত্র ও প্রাইজবন্ড দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধিত করা হয়।এদিকে বিকেলে প্রীতি ফুটবল ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম।

পাঠকের মতামত: