কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত থেকে ২৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এর একটি চালান জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় চারজনকে আটক করা হয়। র্যাবের দাবি, এটি দেশে জব্দ হওয়া মাদকটির সবচেয়ে বড় চালান।
শনিবার (৬ মে) রাত ৯টার দিকে উখিয়া পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে আইসের চালানটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বলেন, র্যাবের অভিযানে কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হাওয়া আইসের মূল গডফাদারকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার (৭ মে) কক্সবাজার র্যাব-১৫ এর কার্যলয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত: