কক্সবাজার, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

এক মাস পর সেন্টমার্টিন নৌরুটে যাত্রীবাহী ট্রলার চলাচল স্বাভাবিক

টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী নৌ চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল থেকে দীর্ঘ ৩৩দিন পর এই নৌ পথে যাত্রীরা আসা-যাওয়া করতে পারছেন। নৌ চলাচলের প্রথমদিনে সেন্টমার্টিন থেকে টেকনাফে অন্তত ৪ শ’ জন মানুষ এসেছে বলে জানা গেছে।

৩৩ দিন পর নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, সকালে যাত্রী নিয়ে গোলারচর থেকে মালবাহী ২টি বোট সেন্টমার্টিন গিয়েছে আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে ৩টি বোট টেকনাফ এসেছে।

এর আগে ৫ ও ৮ জুন ওই নৌরুটের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। এতে কেউ হতাহত না হলেও ট্রলারের গায়ে ৭টি গুলি লাগে। এরপর থেকে উপজেলা প্রশাসন ওই নৌরুট দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেয়। এরপর বিকল্প হিসেবে সাগর উপকূলীয় শাহপরীর দ্বীপের বদরমোকামের ‘গোলগরা’ নামক এলাকা দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু ট্রলারমালিকেরা ঝুঁকিপূর্ণ এই বিকল্প নৌরুট দিয়ে নৌযান চালাতে রাজি ছিলো না।

পাঠকের মতামত: