কক্সবাজার, শনিবার, ১৫ মার্চ ২০২৫

কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধীদের মশাল মিছিলে প্রতিবাদের ঝড়!

গাজীপুরে ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা সহ সারাদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতার প্রতিবাদ জানিয়ে কক্সবাজারে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরে ‘ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি সমাবেশে পরিণত হলে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ ২৪ এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা।

এসময় সমাবেশ থেকে পতিত স্বৈরাচার সরকার তথা আওয়ামী লীগের দোসরদের শাস্তি সহ দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবী জানানো হয়।

কক্সবাজারে আন্দোলনে নিহত আহসান হাবিবের চাচা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাগর,সাজ্জাদ, রায়হান,আলম, বাংলাদেশ ছাত্রপক্ষের জেলা আহবায়ক আসিফ বাপ্পী, শহর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ সহ আরো অনেকেই এসময় বক্তব্য রাখেন।

পাঠকের মতামত: