কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো এমন একটি মাদক কারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দার পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
সোমবার রাতে রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইয়াছিন আরাফাত, মো. জাফর আলম, মো. ফারুক, সৈয়দ কামাল ও মো. রুবেল হোসেন।
এ বিষয়ে গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন বাংলাদেশ জার্নালকে বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনার সময় মতিঝিল থানার ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা পাচার করছে বলে তথ্য আসে।
তিনি বলেন, এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত পৌনে আটটার দিকে ওই জায়গায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ ইয়াছিন, জাফর, ফারুক, কামাল ও রুবেল নামের পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।
পাঠকের মতামত: