কক্সবাজার, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

কুতুবদিয়ায় ঝড়ো হাওয়ায় উড়ে গেল বসতঘর, অন্যের ঘরে আশ্রয় নিলো পরিবার

কুতুবদিয়া উপজেলায় ঝড়ো হাওয়ায় উড়ে গেল প্রতিবন্ধী ও দিনমজুরের দুই বসতবাড়ি।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে কৈয়ারবিল ইউনিয়নের কৈলাস্যাঘোনা এলাকায় এ দুজনের ঘরের চাল উড়ে গিয়ে বসতবাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।

দিনমজুর বেলাল কৈলাস্যাঘোনা এলাকার ইব্রাহীমের ছেলে ও প্রতিবন্ধী ইব্রাহীম খলীল নজির আহমদের ছেলে।

কৈল্যাঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ জাফর আলম জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ দমকা ঝড়ো বাতাসে বসতবাড়ি দুইটি সম্পূর্ণ উড়ে যায়। দুই পরিবারের ৭ সদস্য নিয়ে অতিকষ্টে সময় পার করছেন ভুক্তভোগীরা। তাদের বসতবাড়ি নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

বিষয়টি নিশ্চিত করে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমান উল্লাহ জানান, বেলাল একজন দিনমজুর, ইব্রাহিম খলিল প্রতিবন্ধী, দু’জনের পরিবার অসহায়, বসতবাড়ি হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে দুই পরিবারের লোকজন। তিনি দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করার দাবি জানান।

কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অতিশীগ্রই ভুক্তভোগী পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত: