কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় উদযাপিত হয়েছে ২৪তম জাতীয় সমাজসেবা দিবস।

সোমবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে, উপজেলা পরিষদের হলরুমে এ দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকের্মী হাছান মুরাদের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তাকর্তা জিয়াউর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,উত্তর ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম, কুতুবদিয়া থানার এসআই সুজন, ইউনিয়ন সমাজকর্মী সাখাওয়াত হোসেন শাহেদ, কারিগরি প্রশিক্ষক রায়হান পারভীন প্রমুখ।

এ ছাড়া, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও প্রতিবন্ধী এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কার্মচারী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: