বুধবার মধ্যরাতে কক্সবাজার শহরের সুগন্ধা বিচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেপ্তার তরুণ (১৭) মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা।
উদ্ধার হওয়া ভূক্তভোগী (১৫) খুলনার খালিশপুর থানার এলাকার বাসিন্দা। গত ৪ সেপ্টেম্বর তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে গত ১০ সেপ্টেম্বর ভূক্তভোগীর মা বাদী হয়ে খালিশপুর থানায় এজাহার দায়ের করেন।
এজাহারের বরাতে আবুল কালাম বলেন, গত ৪ সেপ্টেম্বর প্রতিদিনের মত প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয় স্কুলছাত্রী। কিন্তু সন্ধ্যার পরও বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে স্থানীয়দের কাছে জানতে পারেন অজ্ঞাত ব্যক্তিরা স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। রাত ৯টায় অপহরণকারি চক্রের এক সদস্য মোবাইলে মায়ের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহৃতকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
র্যাবের এ কর্মকর্তা বলেন, র্যাব-৬ এর সদস্যরা ঘটনাটি জানার পর স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে। এক পর্যায়ে ভূক্তভোগীসহ অপহরণকারী চক্রের সদস্যদের কক্সবাজার অবস্থান করার তথ্য পায় র্যাব।
পরে বুধবার মধ্যরাতে র্যাব-১৫ এর সদস্যদের সহায়তায় অভিযানে সুগন্ধা বিচ পয়েন্ট এলাকার একটি আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় ‘অপহরণকারী চক্রের মূলহোতা’কে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া ভূক্তভোগী ও গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।
পাঠকের মতামত: