কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ডুবে অসুস্থ হয়েছে আরেক শিশু।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী।
নিহতরা হলো- ওই এলাকার জমির উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত (১০) এবং নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন ইমু (৮)। আহত আহাদুজ্জামান (৬) নবী হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তিন ভাইবোন পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সানজিদা ও আসাদুজ্জামানকে পানিতে ডুবতে দেখে তাদের বাঁচাতে মিফতাহুল পুকুরে নামে।
এ সময় তিনজনকে ডুবতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
অপর শিশু আসাদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াসাদ আজিম জানান, পুকুরে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: