কক্সবাজার, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চকরিয়ায় চুরির অপরাধে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

কক্সবাজারের চকরিয়ায় টাকা চুরির অপরাধে গাছের সাথে বেঁধে স্কুলছাত্রকে নির্যাতনের একটি ভিড়িও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মঙ্গলবার বিকালে এ ভিড়িও ভাইরাল হয়।

নির্যাতনের শিকার ছাত্র আবদুল মুনতাসির বাবু (১৪) উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর খাতুর বাপের পাড়ার আবদুল খালেকের ছেলে ও বিএমচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঘনশ্যাম বাজারপাড়া জামে মসজিদের দানবাক্স ভেঙে দুইশত টাকা চুরির অভিযোগ উঠে ওই ছাত্রের বিরুদ্ধে। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়।

এর আগে শনিবার রাতে হারবাং ইউনিয়নের বৃন্দাবনখীল এলাকায় সুপারি চুরির অপবাদ দিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  

পাঠকের মতামত: