কক্সবাজার, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

জার্সি-টিশার্টের প্রতিষ্ঠান দরিয়ার অফিস উদ্বোধন

সমুদ্রশহর কক্সবাজারের বুকে একবছর আগে প্রতিষ্ঠিত মানসম্পন্ন জার্সি-টিশার্টের অনলাইন প্রতিষ্ঠান ‘দরিয়া’- প্রথম বর্ষপূর্তিতে উদ্বোধন করলো তাদের প্রথম অফিস।

শহরের প্রধান সড়কস্থ কালুর দোকানে তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু হল সোমবার থেকে। এদিন সন্ধ্যায় এক অনাড়ম্বর আয়োজনে পরিবারের সদস্য ও কাছের মানুষদের নিয়ে দিনটি উদযাপন করে দরিয়া।

দরিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সায়ন্তন ভট্টাচার্য জানান, এটি তাদের স্বপ্নের পথে যাত্রার প্রথম ধাপ। এই অফিসটি থেকেই দরিয়া ধাপে ধাপে শিক্ষা,বিনোদন ও ডিজাইনিং নিয়ে কাজ শুরু করবে।

সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক অতনু দাশ গত একবছরের অনলাইন কার্যক্রমে যারা পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে সামনের দিনগুলোতেও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের প্রত্যয় জানান।

এদিন ফিতা ও কেক কেটে অফিসটির উদ্বোধন করেন দরিয়ার প্রধান দুই উদ্যোক্তার পিতা ও মাতা। এসময় পরিবারের অন্যান্য সদস্য, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে ওঠে সমগ্র পরিবেশ।

পাঠকের মতামত: