কক্সবাজারের টেকনাফে অটোরিকশা থামিয়ে দুই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, অপহৃত ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য, তাঁরা টেকনাফের মৎস্য ব্যবসায়ী।
অপহরণের সময় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছেন। এতে দেখা যায়,৫-৭ জন ওই অটোরিকশা থামিয়ে তাঁদের টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছেন।
এ ঘটনার সঙ্গে জড়িতরা স্থানীয়রা বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে মাঠপাড়ার মুজিব উল্লাহ ও শওকত উল্লাহ, লম্বরী এলাকার মো. শহীদ, নতুন পল্লানপাড়ার মো. হাশিম ও হাতিয়ারঘোনা এলাকার মো. নয়ন রয়েছেন।
ওসি বলেন, উপজেলা সদর থেকে অটোরিকশায় করে সোনারপাড়া-টেকনাফ সড়ক দিয়ে বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। এ সময় গাড়িতে আরেক যাত্রী ছিলেন। গাড়িটি মাঠপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের থামিয়ে অস্ত্রের মুখে দুজনকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় অন্য যাত্রীকে কিছু দূর নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। দুর্বৃত্তদের চিহ্নিত করা গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৫০ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৯৩ জন স্থানীয় বাসিন্দা, ৫৭ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছেন।
পাঠকের মতামত: