কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন মাদক কারবারিকে আটক করা হয়।
সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: