কক্সবাজার, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

টেকনাফে কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কক্সবাজার টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে ৭ বছর বয়সী এক মেয়ে শিশুর মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ।

তথ্য নিয়ে জানা যায়, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল (৯ টার) দিকে বাড়ির বাহিরে খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় শিশুটি। এরপর পরিবারের সদস্যরা অনেক শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায় নি। অবশেষে দীর্ঘ ৮ ঘন্টা পর রাত ৮ টার দিকে শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া এলাকায় একটি বাড়ির সামনে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর বিষয়টি থানায় অবিহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

মৃত শিশুটির নাম তাহমিনা আক্তার (৭), সে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া মোহাম্মদ জলিলের মেয়ে।

মরদেহটি উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সময়ের কন্ঠস্বরকে বলেন, খবরটি শুনার সাথে পুলিশের একটি দল নিয়ে আমি নিজেই ঘটনাস্থলে পৌঁছে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছি। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত ঘটনার সাথে কারা জড়িত এবং কেন সংঘটিত হয়েছে সেই বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত: