মোঃ শেখ রাসেল, টেকনাফ::
কক্সবাজার টেকনাফের নোয়াখালী পাড়া নৌকার ঘাটে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৩ জুন) ভোর ৪ টায় বাংলাদেশ কোস্টগার্ড বাহারছড়া বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ২০হাজার টাকা।
এদিকে ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন জেলেদের সাগরে মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপকূলীয় বিভিন্ন নৌকার ঘাঁটে অবৈধ কারেন্ট জাল মজুত করেন। জেলেরা সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৬৫দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও বন্ধের দিন শুরু হতে না হতেই তারা সাগরে মাছ ধরতে যায়।
এসময় মাছ ধরার খবর পেয়ে বাহারছড়ার কোস্টগার্ড বিভিন্ন নৌকার ঘাটে টহল দেওয়ার সময় নোয়াখালী পাড়া নৌকার ঘাট থেকে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে মৎস্য সম্পদ রক্ষা করেন এবং বাহারছড়ার বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার জানান এ অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত: