কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ চোরাইপণ্যসহ দুই পাচারকারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাইপণ্য বহন কাজে ব্যবহৃত দুইটি গাড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় এ তথ্য জানিয়েছেন, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুরুল কবিরের ছেলে গিয়াস উদ্দিন ( ৪০ ) এবং একই এলাকার নুরুল হাসানের ছেলে মোহাম্মদ হোছন (৩৪)। তারা জব্দ করা গাড়ি দুইটির চালক এবং চোরাচালান চক্রের সদস্য।
গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার ভোরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) পূর্বপাশে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফ নদীর বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে চোরাইপণ্যের বড় একটি চালান পাচারের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের দিকে ব্যাটারি চালিত দুই ইজিবাইক আসতে দেখে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দুইজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হলেও গাড়ি দুইটির পেছনে থাকা মোটর সাইকেল আরোহী তিনজন দ্রুত পালিয়ে যায়।
পরে ইজিবাইক দুইটি তল্লামি চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ৯৫ কার্টন বিভিন্ন প্রকারের কোমল পানীয়, ৩৮ কার্টন বিভিন্ন প্রকারে জুস, ১০ কার্টন তরল দুধ এবং ৩০ কেজি ওজনের দুই বস্তা মুড়ি উদ্ধার করা হয়। এসময় চোরাইপণ্য পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
পাঠকের মতামত: