কক্সবাজার, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

টেকনাফে সাড়ে ১০ কেজি সোনাসহ মিয়ানমারের ‍২ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় সাড়ে ১০ কেজি সোনাসহ মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন- মিয়ানমারের মংডু সুদাপাড়ার হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার মো. আনোয়ার (৩০)।

বিজিবি জানায়, টেকনাফের পৌরসভাস্থ অলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আবদুল হকের বাড়িতে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশে চোরাকারবারীরা সোনার বড় চালান মজুদ করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল সোমবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ সোনার উদ্ধার করা হয়। অভিযানের সময় মিয়ানমারের দুজন নাগরিক পালানোর চেষ্টা করে। তবে তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি আরও জানায়, মিয়ানমারের ২ লাখ সাড়ে ২৯ হাজার কিয়াত, সাড়ে ৪ লাখ বাংলাদেশি টাকা এবং ১০টি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার করা সোনা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটকদের নামে মামালা করে থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত: