রাজবাড়ীতে ট্রাকের এক্সেল ভেঙে একটি ডিম বোঝাই ট্রাক উল্টে ডিম ভেঙে গেছে। এতে মোট তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাকের ড্রাইভার ও ডিম ব্যবসায়ী মো. খোকন।
সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে জেলা প্রাণিসম্পদ দফতরের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ট্রাকের ড্রাইভার ও ডিম ব্যবসায়ী মো. খোকন জানান, তার নিজের মিনি ট্রাকে ডিম বোঝাই করে তিনি পাবনা থেকে শরীয়তপুরের নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ দফতরের সামনে এলে ট্রাকের পেছনের বাম পাশের চাকার এক্সেল স্টিক ভেঙে ট্রাকটি উল্টে যায়। এতে তার ও হেলপারের কোনো ক্ষতি হয়নি। তবে ট্রাকে থাকা তার এক হাজার কেসে থাকা ৩০ হাজার পিস ডিম ভেঙে রাস্তায় পড়ে যায়। এতে ক্ষতি হয় আড়াই লাখ টাকা। এ ছাড়া ট্রাকের ৫০ হাজার টাকার ক্ষতি হয়।
রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধার করি। পরে রাজবাড়ী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এসে রাস্তা থেকে ভেঙে যাওয়া ডিম অপসারণ করে রাস্তা পরিষ্কার করেন।
পাঠকের মতামত: