কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ডেনমার্কের রাজকুমারীর আগমনের প্রস্তুতি চলছে

সুন্দরবন পরিদর্শনে সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। একদিনের সফরে আগামী বুধবার (২৭ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরে আসার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী ঐদিন তিনি শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা ও সুন্দরবন পরিদর্শনে যাবেন। শ্যামনগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরে দেখবেন। দুপুরের মধ্যাহ্নভোজ শেষে সুন্দরবন ভ্রমণের কথাও রয়েছে।

এদিকে, তার ভ্রমণ সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। শ্যামনগরে মুন্সিগঞ্জ এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ উপলক্ষে আগামী ২৬ ও ২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণের সব ধরনের পাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বনবিভাগ।

পাঠকের মতামত: