বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্ত থেকে আমর তাপা নামে এক নেপালী নাগরিককে আটক করছে বিজিবি।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ নাগরিককে আটক করে পুলিশে দেন বিজিবির সদস্যরা।
আটক ব্যক্তি নেপালের ২৪ গাদি গ্রামের বড়পা থানার জাজার কোট জেলার বাসিন্দা দর্জিদ বুড়া তাপার ছেলে আমর তাপা বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, নেপালী নাগরিক কেন সীমান্তে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সে পাহাড়ের কোন সন্ত্রাসী গ্রুপের সদস্য কিনা জিজ্ঞাসাবাদসহ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
পাঠকের মতামত: