সংবাদ বিজ্ঞপ্তি:
পর্যটকদের নিরাপত্তায় ২ মে থেকে ৯ মে পর্যন্ত জেলা প্রশাসনের বিশেষ টিম কাজ করবে।
সোমবার( ২ মে ২০২২) জেলা ম্যাজিস্টেট মোঃ মামুনুর রশিদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন,পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিকালীন কক্সবাজার জেলা অধিক্ষেত্রের সমুদ্র সৈকত বিশেষত লাবনী, সুগন্ধা, কলাতলী পয়েন্টসহ অন্যান্য পর্যটন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার নিমিত্ত ০২ মে হতে ০৯ মে ২০২২ খ্রিষ্টাব্দ মেয়াদে নিম্নবর্ণিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ মোতাবেক দায়িত্ব পালনের জন্য নিয়োগ করা হলো। নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা শেষে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রতিবেদন দাখিল করবেন।
১। জনাব কাজী মাহমুদুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
২। জনাব সৈয়দ মুরাদ ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
৩। জনাব আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
৪। জনাব নিরুপম মজুমদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
পাঠকের মতামত: