কক্সবাজার, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

প্রেমের সম্পর্কের জের ধরে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের টেকনাফে প্রেমের সম্পর্কের জের ধরে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ২৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবক ক্যাম্পের ‘সি’ ব্লকের মো. হাকিম আলীর ছেলে মো. জুবায়ের (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গা যুবক শওকত উল্লাহ (২১) ও নূরনাহার (১৭) মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এর জের ধরে গত শুক্রবার দুই পরিবারের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। পরবর্তী সময়ে লেদা এপিবিএন ক্যাম্পে ঘটনাটি মীমাংসা করে। এ ঘটনার জের ধরে শনিবার সকালে রোহিঙ্গা শওকত তার প্রেমিকার নিকটাত্মীয় জুবায়েরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদিকে আহত যুবককে আশপাশের লোকজন উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আবদুল হালিম জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িত ব্যক্তি গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

পাঠকের মতামত: