বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার খুলেছে। সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। মালয়েশিয়াতে ১০ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছেন।
প্রবাসী কল্যাণ সচিব বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক সই করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মালয়েশিয়ার সরকার সমঝোতা স্মারক সইয়ের অনুমতি দিয়েছে। এর আগে সমঝোতা স্মারকের খসড়ায় ৬ ডিসেম্বর চূড়ান্ত মতামত এসেছে।’
গত ৭ ডিসেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছিলেন, চলতি মাসেই সমঝোতা স্মারক সই হতে পারে।
পাঠকের মতামত: