বিএনপির কথা এবং কাজ ধ্বংসাত্মক বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন তারা (বিএনপি) অবাধ-নিরপেক্ষ নির্বাচন নিয়ে কথা বলে, নানান কথা বলে। সেটা নিয়ে আমি এখন সমালোচনা করতে চাই না। কারণ, অনেকগুলো ভালো কাজ করেছি ভালো কথাগুলো বলে যেতে চাই। কিন্তু এদের (বিএনপি) কথা এবং এদের কাজ সবই ধ্বংসাত্মক। এ ব্যাপারে দেশবাসীকে আমি সতর্ক করতে চাই। আজকে এই উন্নয়নগুলো ধ্বংস করুক সেটা আমরা চাই না।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘শুনলাম আমাদের বিএনপি, আমি বিরোধী দল বলবো না ওদেরকে কারণ পার্লামেন্টারি সিস্টেমে বিরোধী দল তারাই হয় যাদের পার্লামেন্টে মেম্বারশিপ আছে এবং বিরোধী দলে যারা মেম্বার বেশি পায় তারাই বিরোধী দল গঠন করতে পারে। বিএনপি একটা সন্ত্রাসী দল। মানুষ খুন করার দল। কাজেই তারা প্রতিদিনই আমাদের পদত্যাগও চায় আর আন্দোলন করে হটিয়ে দেবে।’

বিএনপির আন্দোলনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি বলেছেন, ‘ঠিক আছে, তারা তাদের আন্দোলন করতে থাকুক আপত্তি নাই। কিন্তু আন্দোলনের নামে মানুষের ক্ষতি যেন করতে না পারে। আমার আছে জনগণ, আমার তো আর কিছু নেই! বাবা-মা, ভাই সব হারিয়েছি, হারাবারও কিছু নাই কিন্তু আমার একটাই লক্ষ্য দেশের মানুষের কল্যাণ করা। মানুষের মঙ্গল করা, সেটাই আমরা করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এখন তারা (বিএনপি) অবাধ-নিরপেক্ষ নির্বাচন নিয়ে কথা বলে। আমি সমালোচনা করতে চাই না। তবে দেশবাসীকে সতর্ক করব। আজকের উন্নয়ন তারা ধ্বংস করুক, সেটা আমরা চাই না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে এ দেশের উন্নয়নে জাতির পিতার আদর্শে কাজ করেছে। দেশকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য।’

ফিলিস্তিন এবং ইসরাইলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা শান্তি চাই। কারণ যুদ্ধের ভয়াবহতা আমরা নিজেরা জীবন দিয়ে দেখেছি। আজ ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েল যেভাবে হামলা করে, বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী, শিশু, মানুষকে যেভাবে হত্যা করেছে, আমরা এর নিন্দা জানিয়েছি। যেভাবে মানুষ হত্যা করেছে, শিশু হত্যা করেছে তাদের চেহারা সহ্য করা যায় না।’

বিশ্ব নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যে টাকায় অস্ত্র কেনা হচ্ছে সেই টাকা শিশুদের উন্নয়নে কাজে লাগান।’

এ সময় ফিলিস্তিন ইস্যুতে তিনি মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ফিলিস্তিনে নির্যাতিতদের জন্য দোয়া ও প্রার্থনার নির্দেশ দেন। পাশাপাশি শনিবার জাতীয় শোক দিবস হিসেবে পালনের ঘোষণাও দেন তিনি।