কক্সবাজার, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দি সদস্যদের মুক্তির দাবি জানিয়েছে কক্সবাজারের বিডিআর কল্যাণ পরিষদ।

সোমবার বেলা ১২ টায় কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে সংগঠনটি এ দাবি জানিয়েছে। অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারিরা জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন।

বিগত ২০০৯ সালে চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যের পক্ষে বিডিআর কল্যাণ পরিষদের হাবিলদার মো. একরামুল হুদার নেতৃত্বে এ স্বারকলিপিটি দেওয়া হয়েছে।

এসময় বিডিআর কল্যাণ পরিষদ কক্সবাজারের উপদেষ্টা হাবিলদার শামসুল হক, মো. শফিউল আলম, মো. কামাল হোসেন, সভাপতি হাবিলদার মো. একরামুল হুদা সাধারণ সম্পাদক ল্যান্স নায়েক নুরুল আবছারসহ চাকরিচ্যুত বিডিআর ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: