কক্সবাজার, বুধবার, ২৪ জুলাই ২০২৪

বিদ্যুৎ ও ইন্টারনেট বিহীন কক্সবাজার

হামুন চলে গেলেও রেখে গেছে তার ক্ষতচিহ্ন। এখনো কক্সবাজার শহরের রাস্তায় রাস্তায় পড়ে আছে গাছ। প্রধান সড়কের ঝাউতলায় বড় একটি শিশুগাছ রাস্তায় উপড়ে পড়ে ঘূর্ণিঝড় হামুন চলাকালে। সেই থেকে প্রধান সড়কের এই অংশটি বন্ধ রয়েছে। এছাড়াও কক্সবাজার সরকারি বিদ্যালয়ের সম্মুখের রাস্তাসহ বেশ কয়েকটি সড়কে এখনো পড়ে রয়েছে গাছ।

অন্যদিকে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজার। এতে ভোগান্তিতে পড়েছে জেলাবাসী। এবিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি জানিয়েছেন অনেকগুলো বিদ্যুৎ এর খুঁটি ভেঙে গেছে এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুইদিন সময় লাগবে।

এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে দেয়াল ও মাটিচাপায় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পঞ্চাশের অধিক এবং হাজারেরও অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত: