কক্সবাজার, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ভারী বর্ষণের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই বৃষ্টিপাতের ফলে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের লোকজন তাপদাহ থেকে আরও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।

বুলেটিনে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্তিতির অনুকূলে রয়েছে।

দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত: