কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মাটি চাপা পড়ে পালংখালীতে এক শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা নামক এলাকায় মাটি চাপা পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

নিহত শিশু হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরা খোলা গ্রামের শাহ আলমের পুত্র আবদুল করিম (১২)। সে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বুধবার (১৯ জুন) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা গ্রামের উলা মিয়ার ছেলে শাহ আলমের বাড়ির দেওয়াল ভেঙে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শামীম হোসেন বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। বিস্তারিত জেনে বলতে হবে।

পাঠকের মতামত: