নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মালেশিয়ান হাই কমিশনারের তিন সদস্য প্রতিনিধি দল৷
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উখিয়ার ৩ ও ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা হয়৷ এসময় বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার এইচ.ই মোহাম্মদ শুহাদা বিন ওসমান, বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনারের ফাস্ট সেক্রেটারী মোহাম্মদ আসজুয়ান বিন আবদ সামাত, সমন্বয়কারী এবং ফ্যাসিলিটর আরমানুল করিম হেরেডি৷
জানা যায়, ৩ ও ৪নং রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য কর্মসূচী, নারী স্বাস্থ্য, শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সাধারণ রোহিঙ্গা ও ক্যাম্প মাঝিদের সঙ্গে কথা বলেন৷ এতে আরও উপস্থিত ছিলেন, সিআইসি প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গা সহ প্রমুখ৷
পাঠকের মতামত: