কক্সবাজার, শনিবার, ২২ মার্চ ২০২৫

মিয়ানমার থেকে আনা ৪টি গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত দিয়ে ‘রাজস্ব ফাঁকি’ দিয়ে মিয়ানমার থেকে পাচার করে আনা ৪টি গরু জব্দ করেছে ১১ বিজিবি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১১টায় ফুলতলী সীমান্ত দিয়ে আনা ৪টি গরু জব্দ করা হয়৷

বিষয়টি নিশ্চিত করে বডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, মঙ্গলবার রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে ৪টি গরু রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৪টি গরু জব্দ করা হয়েছে৷ এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

পাঠকের মতামত: