কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

মো: মুহিবুল্লাহর প্রথম জানাজা সম্পন্ন: ২য় জানাজা শুক্রবার সকাল ১০ টায় বড় মহেশখালীতে

শাহেদ হোছাইন মুবিন :

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট রাজনীতিবীদ মো: মুহিবুল্লাহর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন জেলা আওয়ামীলীগ আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি ও জাসদ নেতাসহ প্রয়াত মোঃ মুহিবুল্লার স্বজনেরা।

শেষবারের মতো মুহিবুল্লাহকে এক নজর দেখতে এবং জানাজায় অংশ নিতে মুহিবুল্লাহর আশপাশের এলাকা ও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। বিকেল সাড়ে ৫ টা নাগাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১ম জানাজার নামাজ সম্পন্ন হয়।
শুক্রবার সকাল ১০ টায় নীজ গ্রাম বড় মহেশখালীর মাঠে ২য় জানাজা শেষে নতুন বাজার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

২০ ফেব্রুয়ারী মোঃ মুহিবুল্লাহ স্ট্রোক আক্রান্ত হয়ে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে ২২ ফেব্রুয়ারী এয়ার এম্বুলেন্স যোগে ঢাকায় নেয়া হলে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যকালে তিনি ১ কন্যা,২ পুত্র,স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১ম জানাজা শেষে প্রয়াত মো: মুহিবুল্লাহ কে বহনকারী ফ্রিজার এম্বুলেন্স নীজবাড়ি বড় মহেশখালী উদ্দেশ্যে রওয়ানা করে।

পাঠকের মতামত: