কক্সবাজার, রোববার, ২৩ মার্চ ২০২৫

রুপপতি তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

আব্দুল্লাহ আল জোবাইর, উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় রুপপতি তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে৷

বুধবার ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টায় মাদ্রাসার সুপার মাওলানা আরফাত হোসাইনের নেতৃত্বে মাদ্রাসার সকল শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীদের নিয়ে টেকনাফ সাবরাং টুরিজম পার্ক ও নাফ মেরিন শিশু পার্কের উদ্দেশ্যে মাদ্রাসা মাঠ ত্যাগ করেন।

শিক্ষার্থীরা টেকনাফ বীচ ও পর্যটনের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন সাথে বিনোদন উপভোগ করেন একসাথে বিভিন্ন খেলাধুলাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করেন শিক্ষার্থীরা৷

এসময় শিক্ষার্থীরা জানান আমরা শিক্ষা সফরের মাধ্যমে দেশের সর্ব দক্ষিণের উপজেলার সাথে পরিচয় হওয়ার সুযোগ পেয়েছি সাথে শিক্ষকদেরকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা সফরে আনার জন্য।

মাদ্রাসার সুপার জানান অত্র মাদ্রাসা অল্প সময়ের মধ্যে অনেক ভালো রেজাল্ট উপহার দিতে সক্ষম হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বিকাশের অংশ হিসেবে আজকের এই শিক্ষা সফর। শিক্ষা সফর একটা শিক্ষার অংশ, শিক্ষা সফর থেকে অনেক কিছু শিখার সুযোগ হয়।
বিভিন্ন ইতিহাসের সাথে পরিচয় লাভ হয় এবং দর্শনীয় স্থান গুলো দেখে শিক্ষার্থীদের মেধা বিকশিত হয় বলে জানান মাদ্রাসার সুপার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব মোক্তার আহমদ, কমিটির সদস্য ছাত্রনেতা মোঃ বেলাল উদ্দিন, শিক্ষা সফর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মাষ্টার নুরুল কাদের, মাওলানা আব্দুল হাকিম, হাফেজ ইরফানুর রহমান, মাষ্টার বেলাল উদ্দিন, শিক্ষিকা জমিলা আক্তার, কমিটির সদস্য এমএন নোমান,  ব্যবসায়ী নুরুল আবছার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অর্থ সম্পাদক মোঃ আবু তাহের সেক্রেটারি মোঃ কলিম উল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকের মতামত: