কক্সবাজার, রোববার, ২৩ মার্চ ২০২৫

রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন নেদারল্যান্ড দূতাবাসের ৪ সদস্য প্রতিনিধি দল৷
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে উখিয়ার বিভিন্ন ক্যাম্প ঘুরে ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন৷
নেদারল্যান্ড দূতাবাসের ৪ সদস্যদের মধ্যে ছিলেন, চার্জ ডি’অ্যাফেয়ার্স (কূটনৈতিক কর্মী) আন্দ্রে কারস্টেন্স, আর্থিক উপদেষ্টা (কূটনৈতিক কর্মী) জ্যাসপার কোর্ট, আর্থিক উপদেষ্টা (কূটনৈতিক কর্মী), জোনাথন বাকার পাইভা, ফাস্ট সেক্রেটারী জ্যান সুইলউনস৷
আরআরআরসি অফিস সূত্র জানাযায়, বৃহস্পতিবার সকালে নেদারল্যান্ড দূতাবাসের ৪ সদস্য প্রতিনিধি দল উখিয়ার ক্যাম্প ক্যাম্প-১২ এর ব্লক- এ/জি-০৯ তে উন্নয়ন কাজ পরিদর্শন করেন৷ পরে ক্যাম্প-১৮ এর এল/১৭ ব্লকের আইওএম এর উন্নয়ন কাজ পরিদর্শন করেন৷
এসময় উপস্থিত ছিলেন, আরআরআরসি প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গা সহ প্রমুখ৷

পাঠকের মতামত: