কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে গুলি করে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা; এ সময় এক নারী নেত্রী ও তার মেয়ে গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার ভোর রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন এর পুলিশ সুপার জামাল পাশা জানান।
নিহত জমিলা বেগম ক্যাম্পের মোহাম্মদ হোসেনের স্ত্রী।
আহত তার বোন মনিরা বেগম ব্যবস্থাপনা কমিটির নেতা (ব্লক মাঝি) ও আব্দুল করিমের স্ত্রী। মনিরা ও তার মেয়ে গুলিবিদ্ধ নূর ফাতেমাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এপিবিএন-এর পুলিশ সুপার জামাল পাশা বলেন, “সালমান শাহ গ্রুপের ১২ থেকে ১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪টি হত্যাকাণ্ড হয়েছে।
পাঠকের মতামত: