কক্সবাজার, রোববার, ২৩ মার্চ ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন জাতিসংঘের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক::
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩ মার্চ বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সফরে আসছেন। এদিন তিনি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন। রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনায় জড়িত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এমন আভাস দিয়েছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১২ মার্চ বাংলাদেশ সফরে আসছেন। আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরের প্রাথমিক সফরসূচিতে আগামী ১৩ মার্চ কক্সবাজার সফরের দিন ধার্য করা হয়েছে। তবে সুত্র মতে, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের ট্যুর প্রোগ্রাম এখনো চুড়ান্ত করা হয়নি। কয়েকদিনের মধ্যেই ট্যুর প্রোগ্রাম চুড়ান্ত করা হবে।
সুত্র মতে, প্রাথমিক সফরসূচিতে ১৩ মার্চ দিনব্যাপী কক্সবাজার সফর কালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সাথে পররাষ্ট্র, দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়, জাতিসংঘ বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে সফরকালে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় ছাড়াও রোহিঙ্গা ক্যাম্প গুলোতে কর্মরত জাতিসংঘের সংস্থা সমুহের প্রধান, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের সফরের প্রাক প্রস্তুতি হিসাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি গত কয়েকদিন আগে কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: