কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে চাষিদের সভা

প্রান্তিক লবণচাষী ও মিল মালিক-কোম্পানির মধ্যে উৎপাদন সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি এ শিল্পের উন্নয়নে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে লবণ চাষীদের মতবিনিময় সভা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে আয়োজিত সভায় প্রান্তিক চাষীদের নানা সুবিধা-অসুবিধা ও লবণ শিল্পে সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

‘অটুট বন্ধনে সমৃদ্ধ পথচলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মত অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে লবণের মূল্য কমে যাওয়া, চাষীদের কষ্ট, কিভাবে লবণ শিল্পে লাভবান হওয়া যাবে এবং চলতি মৌসুমে চাহিদার চেয়ে বেশি উৎপাদনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা। এতে চাষী সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরীসহ মোল্লা সল্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শতাধিক লবণ চাষী অংশ নেন।

পাঠকের মতামত: