কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

সংসারের অভাব মেটাতে পাঁচ বছরের শিশু অপহরণ,ভিকটিম উদ্ধারসহ আটক-২

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া:

সংসারের অভাব মেটাতে গিয়ে পাঁচবছরের শিশু সাবেকুন্নাহার কে অপহরণ করে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ২ ডাব্লিউ ক্যাম্পের মোহাম্মদ জয়নাল ও তার স্ত্রী পারভীন আক্তার। গত ৬ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে
কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে শিশু সাবেকুন্নাহার কে অপহরণ করে নিয়ে যায় জয়নাল ও তার স্ত্রী। প্রথমে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। ভিকটিমের বাবা নুর মোহাম্মদ বিকাশের মাধ্যমে এক লাখ ২০হাজার টাকা পাঠালে তাতে ক্ষান্ত হয়নি অপহরনকারীরা। পরে পুনরায় সাড়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে মামলার এজাহার সূত্রে জানা যায়। উখিয়া থানায় মামলা দায়েরের পর প্রযুক্তির সহায়তায় বুধবার(২১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার রুমালিয়ারছড়া এলাকা থেকে জয়নাল ও তার স্ত্রী পারভীন আক্তার কে আটক করতে সক্ষম হয়। একইদিন সকাল ১১টায় সংবাদ সম্মেলনে উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শামীম হোসেন জানায়,” কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে এক শিশু অপহরণের ঘটনায় মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। পরে থানা পুলিশের আভিযানিক দল অপহৃত ভিকটিম উদ্ধার ও এ ঘটনায় জড়িত দুজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজন পরকীয়ার মাধ্যমে বিয়ে করে। সংসারের অভাব মেটাতে শিশু সাবেকুন্নাহার কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। এটিই তাদের প্রধান উদ্দেশ্য ছিলো।”

অভিযানে এসআই অরূপ তালুকদার সহ উখিয়া থানার সঙ্গীয় ফোর্স অংশ নেন।

পাঠকের মতামত: