নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ায় শাহপুরী হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ-ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে হাইওয়ে পুলিশ ফাঁড়ি মাঠে এই সভা অনুষ্ঠিত হয়৷
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা (অপারেশন-পূর্ব বিভাগ) ডিআইজি হাবিবুর রহমান খান বলেন, উখিয়া টেকনাফ সড়ক দুর্ঘটনা বন্ধে চালকদের সচেতন হতে হবে৷ তাছাড়া যানজট, মাদক, চুরি, ছিনতাই বন্ধ হাইওয়ে পুলিশ নিয়মিত টহলে থাকবেন৷
শাহপুরী হাইওয়ে পুলিশের ওসি মাহবুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন অ্যাডিশনাল ডিআইজি (পুলিশ সুপার পদে কর্মরত) খাইরুল আলম।
ডিআইজি আরও বলেন, পুলিশ জনগণের সেবক। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সাথে জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে। এ ধরনের উদ্যোগ সমাজের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা সবসময় সাধারণ জনগণ এবং পরিবহন খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত। আমরা সকলের সহযোগিতা চাই, যাতে আমাদের সড়কগুলো নিরাপদ ও সুশৃঙ্খল থাকে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠেন নেতা, শ্রমিক ড্রাইভার, স্কুল শিক্ষক, রাজনৈতিক নেতা, সমাজ প্রতিনিধি সহ প্রমুখ৷
পাঠকের মতামত: