কক্সবাজারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) বিকাল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন সমূহের উদ্যোগে প্রতিবাদী এই কর্মসূচীতে কক্সবাজারের সকল সাংস্কৃতিক কর্মী সংগঠক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে৷
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৫ বছরের এক স্বৈরাচারকে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে যখন নতুন বাংলাদেশ বিনির্মানের আয়োজন চলছে, ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে৷
এদেশের মানুষ কখনোই রাজাকার আর স্বৈরাচারকে সহ্য করেনা। তাই নতুন করে জাতীয় সংগীত পরিবর্তনের দাবী পরাজিত শক্তির ভিন্ন এক মহড়া।
যা ছাত্র-জনতায় প্রতিহত করবে।
এসময় জেলা খেলাঘর, উদীচী শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার থিয়েটার, সিমুনিয়া খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর, বেলাভূমি খেলাঘর, মিউজিক্যাল আর্টিস্ট এসোসিয়েশন অব কক্সবাজার (ম্যাক), কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কমবা)সহ সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
পাঠকের মতামত: