সীমান্তে চোরাচালান-অনুপ্রবেশ ঠেকাতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নের আমন্ত্রণে উকসা উচ্চ বিদ্যালয় মাঠে দুই দেশের মধ্যকার সীমান্ত আইন নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জের উকসা সীমান্তে বিএসএফের প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানায় বিজিবি প্রতিনিধি দল।
ওই পতাকা বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সৌহার্দপূর্ণ এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান ও ভারতের কলকাতার ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজেস কুমার ত্রিপাটি।
এক ঘণ্টাব্যাপী চলা পতাকা বৈঠকে সাতক্ষীরাস্থ নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসানের নেতৃত্বে ভারপ্রাপ্ত অ্যাডজুটান্ট ক্যাপ্টেন শাহু রেজা আল-ফামি সহ ১১ জন এবং ভারতের কলকাতাস্থ ১১৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাজেস কুমার ত্রিপাটির নেতৃত্বে ডেপুটি কমাড্যান্ট সোয়েব সিং সহ ১৫ সদস্য অংশ নেন।
পাঠকের মতামত: