কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের উখিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে স্থানীয়দের বসতবাড়ি পুড়ে যাওয়া ১২৬ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উখিয়া উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ মার্চ) রাত ৮টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই ত্রাণ বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি মইনুল আহসান খান, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, পালংখালী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইদ মাহমুদ আনোয়ার, বালুখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সবুজ সেন প্রমুখ।

উপজেলা নির্বাহি অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, মাঠ পর্যায়ে যাচাই করে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড স্থানীয় ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করছি, এর মাঝেও যদি কেউ বাদ পড়ে পরবর্তীতে তা যাচাই করে সহায়তার অওতায় অন্তর্ভুক্ত করা হবে। এখন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করছি, আগামীকাল চুলা ও গ্যাস সিলিন্ডার বিতরণ করা হবে।

বিতরণকৃত মালামালের মধ্যে রয়েছে, জিআর ক্যাশ ( প্রতি প্যাকেট টাকা ) ডাল -৫ কেজি , তেল -১ লি :, লবণ -১ কেজি , গুড়াহলুদ ২০০ গ্রাম , গুড়া মরিচ -২০০ গ্রাম , পিয়াজ -১ কেজি , রসুন -২৫০ গ্রাম , আলু -৩ কেজি , মােমবাতি -১ প্যাকেপ , দিয়াশলায় -১ প্যকেট , চিড়া -৩ কেজি , মুড়ি -১ কেজি , গুড় -১ কেজি , বিস্কুট ২ প্যাকে, চাল ৫ কেজি, কম্বল ২ট, ত্রিপল ১টি, হাইজিন কিট ১ বস্তা।

পাঠকের মতামত: