কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

অপহরণের দুইদিন পর শিশু আঁখিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

ইমাম খাইর::
কক্সবাজার শহরের কলাতলী থেকে অপহৃত শাহিনা আক্তার আঁখি নামের ৭ বছর বয়সি শিশুকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে জাদিমুড়া ২৭ নং ক্যাম্পের সি- ২ ব্লকের জনৈকা নুর নাহার (এফসিএন ২৭৪০৫১) এর বসত ঘর উদ্ধার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন।

তবে, ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারিরা।
গত ৮ মার্চ শাহিনা আক্তার আঁখি নামের শিশুটি অপহরণ হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম বুধবার বিকাল ৩টার দিকে এ খবর জানিয়েছেন।

তিনি জানান, স্থানীয় মাঝিদের উপস্থিতিতে শিশুটি উদ্ধারের পর তার মা সেতেরা বেগমের নিকট হস্তান্তর করা হয়েছে। ভিকটিম সুস্থ আছে।
অধিনায়ক তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে ভিকটিমসহ তার অবিভাবকদের কক্সবাজার সদর থানায় গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে বিষয়টি জাদিমুড়া ক্যাম্পের জিডি নং ১৭০ তারিখ ১০/০৩/২০২১ খ্রিঃ মুলে ডায়েরীভুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত: