কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘প্রটেক্ট ইউর হেয়ারিং, প্রটেক্ট ইউর হেলথ’। বাংলাদেশে নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করার উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

শব্দ সচেতন দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় বুধবার বেলা ১১টায় একটি ওয়ার্কশপের আয়োজন করেছে। জুম প্ল্যাটফর্মে আয়োজিত এই ওয়ার্কশপে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিশেষ অতিথি হয়ে অংশ নেবেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এবং জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী জানান, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের মূল লক্ষ্য হচ্ছে শ্রবণ, স্বাস্থ্য এবং মানসম্মত জীবন যাপনের উপরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সুষ্টি করা। শব্দ দূষণের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণে কমিউনিটিকে উদ্বুদ্ধ করা।

পাঠকের মতামত: