কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক ছিল : হেফাজত

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আল্লামা শফীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

আজ বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলন করে হেফাজত।

সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে বলা হয়, ‘আল্লামা শফীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চক্রান্ত। এই মামলায় মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা এবং হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে হয়রানি করার হীন ষড়যন্ত্র বৈ কিছু না।

বিস্তারিত আসছে…

পাঠকের মতামত: