কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ইদানীং সাংবাদিকতার নামে কি হচ্ছে!

চট্টগ্রাম থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকে হাইকোর্টের আদেশ নিয়ে অসত্য প্রতিবেদন প্রকাশ করায় উষ্মা প্রকাশ করেছে আদালত। একইসঙ্গে আইপি টিভি নামে বিভিন্ন চ্যানেলের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

হাইকোর্ট বলেছে, ইদানীং সাংবাদিকতার নামে কি হচ্ছে এগুলো? আইপি টিভি নামে কত চ্যানেল। এসব চ্যানেলের নামে কি হচ্ছে। এর সঙ্গে এক জাহাঙ্গীরের (হেলেনা জাহাঙ্গীর) সম্পৃক্ততা উঠে এসেছে। এগুলো কি লক্ষ্য করেন।

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুদক কৌসুলির উদ্দেশে মঙ্গলবার এই মন্তব্য করেন।

দুদকের এক কর্মকর্তার বদলির বিষয়ে করা রিট আবেদনের উপর হাইকোর্টের আদেশ নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকে অসত্য প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে আদালত এ মন্তব্য করে। দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির আদেশ চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের উপর কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। কিন্তু এর পরেও কয়েকটি পত্রিকায় এ নিয়ে অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়।

সেই প্রেক্ষিতে দৈনিক পূর্বকোন ভুল স্বীকার করে প্রথম পৃষ্ঠায় বক্তব্য প্রকাশ করেছে উল্লেখ করেন দুদক কৌসুলি খুরশীদ আলম খান। আদালত বলেন, আর যারা যারা এটা নিয়ে ভুল রিপোর্ট করেছে তাদেরও রিজয়েন্ডার ছাপতে বলুন।

দুদক কৌসুলি বলেন, আদালতের আদেশ নিয়ে যে আইনজীবী সনদ দিয়েছেন, সেটি আমার কাছে জাল মনে হয়েছে। সেখানে বিচারপতির নামও ভুল লেখা হয়েছে। আদালত বলেন, এটা জাল হয়ে থাকলে এর দায়ভার রিট আবেদনকারীকে নিতে হবে। এটা ধরে নিতে হবে রিট আবেদনকারী ও তার আইনজীবী সম্পৃক্ত। শুনানি শেষে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছে হাইকোর্ট। সূত্র দৈনিক ইত্তেফাক

পাঠকের মতামত: