কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ইন্দোনেশিয়ায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৩

ইন্দোনেশিয়ার বালিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তিন বছরের এক মেয়েশিশুসহ ৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।

শনিবার (১৬ অক্টোবর) ভোরের দিকে ঘটে যাওয়া এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপটির পূর্বাঞ্চলীয় জেলা কারাঙ্গাসেম ও বাংলি। খবর বার্তাসংস্থা রয়টার্স
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মৃত ৩ জনের মধ্যে ২ জন মারা গেছেন ভূমিকম্পের ফলে সৃষ্ট ধসে। আর ৩ বছরের শিশুটি মারা গেছে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বালির পার্শ্ববর্তী দ্বীপ লোম্বকেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে শুধু পূর্বাংশ ব্যতীত বালির অন্য কোনো অংশে তার কোনো আঁচ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকারী সংস্থার মুখপাত্র গেদে দারমাদা এক বিবৃতিতে জানিয়েছেন, বালির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ বিষয়ক তথ্য সংগ্রহ করছে।

বিবৃতিতে তিনি আরও কলেন, উপদ্রুত এলাকা থেকে ইতোমধ্যে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

পাঠকের মতামত: