কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ইরাকে কোভিড হাসপাতালে আগুন, নিহত ২৭

অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে ইরাকের কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানী বাগদাদের দিয়ালা সেতুর কাছে ইবন খাতিব হাসপাতালে শনিবার অক্সিজেন ট্যাংক বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডে আরও ৪৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক আলোকচিত্রী জানান, দুর্ঘটনার পর অনেকগুলো অ্যাম্বুলেন্স হাসপাতালটির দিকে ছুটে আসে এবং দগ্ধদের উদ্ধার করে নিয়ে যায়।

দুর্ঘটনায় যেসব রোগীর কোনো ক্ষতি হয়নি, তাদেরও হাসপাতালটি থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

ইরাকের বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান বলেন, হাসপাতালের পালমোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট যে তলায়, সেখানে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং হাসপাতালের ১২০ জন রোগীর মধ্যে ৯০ জনকেই বের করে আনা হয়েছে।

পাঠকের মতামত: