কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ইয়াবা বিক্রি করে অস্ত্র সংগ্রহকারী আরেক চক্রের সন্ধান, রোহিঙ্গাসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ইয়াবা বিক্রি করে অস্ত্র সংগ্রহ করে এমন আরেকটা চক্রের সন্ধান পেয়ে পুলিশ। এসময় পুলিশি অভিযানে রোহিঙ্গাসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাসুদ ফোরকান, শামীম আরা সুমি, মোবারক হোসেন এবং মো রাসেল।

অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, ইয়াবা, চেক বই এবং কোটি টাকার ব্যাংক লেনদেনের স্ট্যাটমেন্ট জব্দ করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ইয়াবা বিক্রি করে অস্ত্র সংগ্রহ করে এমন চক্রের সদস্য আবদুর রাজ্জাক ও কামালকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিউ চান্দগাঁও এলাকার বাসার বিষয়ে তথ্য দেয়। তাদের দেয়া তথ্যে ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নগদ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা,  বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই এবং কোটি টাকা লেনদেনের স্ট্যাটমেন্ট জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা ইয়াবা বিক্রির সদস্য আবদুর রাজ্জাক এবং মো কামালকে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়।

পাঠকের মতামত: